বিশেষ প্রতিনিধি
খুলনা জেলার ফুলতলা থানায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আনাম, বি-সার্কেল, খুলনার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেন, উপ পরিদর্শক মোঃ হারুন, উপ পরিদর্শক মোঃ শফিউজ্জামান সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, ফুলতলা দামোদর মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ের সামনে খুলনা-যশোর মহাসড়কে সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন রবিউল ইসলাম (৪০) কে গতিরোধ করা হলে তার সঙ্গে থাকা লাগেজ থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার অ্যাডভোকেট শাহিনের পাঁচতলা বাড়ির নিচতলা থেকে আরও দুইজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—
মো. নাঈম (ভুলু) (৫০)
রুনা বেগম (৪৫)
তাদের হেফাজতে থাকা বাজারকৃত ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল আনাম বলেন, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss