
গাজীপুর সদর পতিনিধি
সংবাদঃ০১/১২/২০২৫ গাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবী এলাকার খোরাইদ রোডে মোবাইল টাওয়ারের সিকিউরিটি কর্মী মীর আলতাব–এর হাত-পা বাঁধা অবস্থায় মর্দেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পূবাইল থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্দেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত মীর আলতাব মেঘডুবী বড় বাড়ি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোবাইল টাওয়ারে সিকিউরিটি হিসাবে কর্মরত ছিলেন। কেন, কীভাবে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে—তা উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মর্দেহটি শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে।