
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট পৌরএলাকার তিনদিঘী এলাকায় পরকীয়ার জেরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী মোছাঃ মমিনা নেগম ও তার প্রেমিক মোঃ গোলাম রব্বানীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জজ আদালত। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায় আরো তিন মাসের জেল ঘোষণা করা হয়।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। আদালতের দায়িত্বপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু এই তথ্য নিশ্চিত করেন।
দণ্ডিতরা হলেন জেলা শহরের মাঝাপাড়া এলাকার মোঃ রহমত আলী মোল্লার মেয়ে মোছাঃ মমিনা বেগম (২৭) এবং তার পরকীয়া প্রেমিক সদর উপজেলার কিসমত ঢঢগাছ (পাঙ্গাটারি) এলাকার মোঃ রমজান মুন্সির ছেলে মোঃ গোলাম রব্বানী।।
মামলার বিবরণে জানাগেছে, ২০২১ সালের ২১ জুলাই রাতে মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানী কৌশলে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে আব্দুল জলিলকে অচেতন করে বালিশ চাপা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন। পরে এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মাহমুদুন-নবী আদালতে চার্জশিট দাখিল করেন। ২৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আদালত উল্লেখিত রায় দেন।
লালমনিরহাট জজ আদালতের দায়িত্ব প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আনোয়ার হোসেন মিঠু বলেন, ২০২১ সালের ২১ জুলাই গভীর রাতে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার মৃত সাহার আলীর ছেলে আব্দুল জলিলকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি প্রমানিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। চার বছর দির্ঘ শুনানী ও ২৭ জন স্বাক্ষীর স্বাক্ষী প্রমান শেষে আদালতে প্রমান হওয়ায় আসামি স্ত্রী মমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক গোলাম রব্বানীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর মামলার বাদী আব্দুর রশিদ জানান, আসামিদের ফাঁসি হলে আরও খুশি হতাম। দণ্ডিত আসামি মমিনা বেগম ও গোলাম রব্বানী পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করেছে। যা আমরা আদালতে প্রমাণ করতে সমর্থ হয়েছি।

সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss