
রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির আওতায় শনাক্তকৃত প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়েছে।
আজ অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব জামশেদ আলম রানা। উপস্থিত বক্তারা সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির ধারাবাহিকতায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবা, অধিকার ও অন্তর্ভুক্তির বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সুবর্ণ নাগরিক কার্ডের মাধ্যমে প্রতিবন্ধীরা সরকারি বিভিন্ন সুবিধা, ভাতা, চিকিৎসা সেবা ও সুযোগ-সুবিধা আরও সহজে প্রাপ্ত হবেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগী পরিবার উপস্থিত ছিলেন।