*
রায়পুর উপজেলা প্রতিনিধি:
আজ ৩০ নভেম্বর ২০২৫: লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক মহোদয়কে স্বাগতম জানানো হয়েছে। আজ জেলা পুলিশ, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলার সকল অফিসার ও ইউনিট ইনচার্জগণ সহ সিভিল স্টাফদের সাথে তিনি মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব শামসুল আলম, সকল থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে জেলা পুলিশের ভূমিকা এবং জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি জেলার সকল অফিসার ও ফোঁঁড ডিউটি কর্মকর্তা/কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

এছাড়াও তিনি জেলার জনগণের সেবায় পুলিশের সকল কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং জেলা পুলিশের সকল সদস্যকে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় জেলা পুলিশের সকল সদস্য নবাগত পুলিশ সুপার মহোদয়কে স্বাগতম জানান এবং তাঁর নেতৃত্বে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss