বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবিতে) শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ৭ টায় ৩০ মিনিটে ম্যারাথন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে শাপলাচত্বর হয়ে প্রধান ফটকে এসে বিজয়ীদের নির্বাচন করা হয়েছে।
প্রথম ৮০ জনকে মেডেল, টি-শার্ট ও স্নাক্স এর ব্যাবস্থা করেছেন।
এ সময় বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি আহমাদুল হক আলবীর বলেন, বেরোবি শিক্ষার্থী পরিষদের আজকের এই অন্যান্য আয়োজনে অংশগ্রহণকারী আছে এক হাজার পাঁচশত জন। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করার পাশাপাশি দেশের কল্যাণে সকলের একতাবদ্ধতা থাকার উদ্বুদ্ধ করাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। যাঁরা রেজিষ্ট্রেশন করার মাধ্যমে আমাদের এই আয়োজনে শামিল হয়েছে সকলকে ধন্যবাদ জানাই।
ম্যারাথনের অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আজকের ম্যারাথন দৌড়ে অংশ নিতে পেরে আমি সত্যিই গর্বিত। বেরোবি শিক্ষার্থী পরিষদের এই আয়োজন আমাদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দলগত চেতনা আরও শক্তিশালী করেছে। নিয়মিত ব্যায়াম ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব বুঝতে এটি দারুণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন স্বাস্থ্যসম্মত কার্যক্রমে অংশ নেওয়ার আশা রাখছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss