শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ রাজশাহী 

সাখাওয়াত হাসান বিজয়
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View

রাজশাহী জেলা প্রতিনিধি

 

জামায়াতসহ ৮ দলের বিভাগীয় সমাবেশ রাজশাহী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত। অতীতে যারা চাঁদাবাজি করেছে তাদের আর পথ নেই। কুরআনের নীতি অনুযায়ী সংসদ-সচিবালয়-বিচারব্যবস্থা পরিচালিত হবে।

 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ৮ দলের জোট দেশের রাজনীতিতে নতুন জাগরণ তৈরি করেছে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন বিভ্রান্তি সৃষ্টি করবে।

 

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান সমাবেশে বলেন, একটি দলকে তিনি ‘চান্দা পার্টি’ হিসেবে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে আগামী নির্বাচনে জনগণ বুলেটের জবাব ব্যালটে দেবে। তিনি আরও বলেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না—রাকসু নির্বাচন তার প্রমাণ। দেশে তিনবার গণভোট হয়েছে, কিন্তু কখনোই নির্বাচনের দিনে নয়। ইতিহাসেও একইদিনে নির্বাচন ও গণভোটের নজির নেই। প্রধান নির্বাচন কমিশনার নিজেই বলেছেন, একইদিনে নির্বাচন ও গণভোট আয়োজন একটি বড় চ্যালেঞ্জ।

 

রাশেদ প্রধান দাবি করেন, যারা গণভোটের আয়োজন করছেন তারা পরিস্থিতি বুঝে গেছেন, কিন্তু বিএনপি বোঝেনি।

জনগণ সব বুঝে গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো বুঝতে পারেনি,”—মন্তব্য করেন ।

 

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে চিনেছে এবং ‘গণহত্যাকারী আওয়ামী লীগ’ নিষিদ্ধ হয়েছে, কিন্তু তাদের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করা হয়নি। এসময় তিনি ১৪ দলকে অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান।

 

রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইমাজ উদ্দিন মন্ডল ও মুফতি ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মো. নুরুন্নবী

বাংলাদেশ খেলাফতে মজলিসের কেন্দ্রীয়

সাংগঠনিক সেক্রেটারি মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শেখ মো. সালাউদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন, জামায়াতের মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ,রাকসুর ভিপি ও ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102