
(রায়পুর, লক্ষীপুর )
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নং সোনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সোনাপুর পান্না মিয়া মালের বাড়ী থেকে বাহার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি ওই এলাকার ইস্কান্দার মিয়ার ছেলে।
গত ২৮ অক্টোবর, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাহারের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং তিনটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
এ বিষয়ে রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, মাদক নির্মূলে এলাকায় নিয়মিত অভিযান চলছে এবং তা আরও জোরদার করা হবে। গ্রেফতার হওয়া বাহারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।