বেরোবি প্রতিনিধি :

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম আগামী রোববার থেকে সংগ্রহ করা যাবে। শেষ হবে সোমবার। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, আগামী ৩০ নভেম্বর রোববার থেকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। এর পরদিন অর্থাৎ, সোমবার বিকেল ৪টা পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিতরণ।
এতে বলা হয়, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম নেওয়া যাবে। কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম নির্বাচন কমিশন কার্যালয় থেকে এবং হল সংসদের ফরম সংশ্লিষ্ট হল থেকে সংগ্রহ করতে হবে।
জানা যায়, ব্রাকসু নির্বাচনের তপশিল অনুযায়ী, ২৭ নভেম্বর মনোনয়ন তোলার প্রথম দিন হলেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে না পারায় মনোনয়ন ফরম কেউ তুলতে পারেনি। যা নিয়ে শিক্ষার্থীদের মাঝে নির্বাচন নিয়ে সংশয় দেখা দেয়।
নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, মনোনয়ন ফরম তোলার সময় বাড়বে না। তবে কেউ না তুলতে পারলে মঙ্গলবার ফরম বিতরণ ও জমাদান হতে পারে।
প্রসঙ্গত, ব্রাকসু নির্বাচনের দাবিতে অনশন, সংবাদ সম্মেলন ও অবস্থান কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও ব্রাকসু নির্বাচনের কারণে শীতকালীন ছুটি পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss