
স্টাফ রিপোর্টার খুলনা:
আজ ২৯ নভেম্বর/২০২৫ খ্রি. জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা মহোদয়ের পুলিশ সুপার, নোয়াখালী জেলায় বদলিজনিত কারণে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করেন এবং খুলনা জেলা হতে বিদায় নেন। জেলা ডিএসবি থেকে ও স্যারকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায়কালে তিনি খুলনা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং সকলের মঙ্গল কামনা করেন। তিনি খুলনা জেলাবাসীর প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন, খুলনা জেলার সম্মানিত নাগরিকদের সচেতনতা ও অপরাধ নির্মূলে সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন এবং এই জনপদের মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে বাংলাদেশ পুলিশের প্রাচীন প্রথা অনুযায়ী তাকে গার্ড অফ অনার প্রদান করার মাধ্যমে খুলনা জেলা থেকে অশ্রুসিক্ত বিদায় জানানো হয়।