বিশেষ প্রতিনিধি:-
বাংলাদেশ পিপলস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ২৮/১১/২০২৫ শুক্রবার সকাল ০৯: টা থেকে বিকেল ০৫: পর্যন্ত আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়।স্থান: হাজী আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ কামরাঙ্গীচর ঢাকা ১২১১
সার্বিক পরিচালনায়:-
মোঃ কামরুল ইসলাম রাকিব
প্রস্তাবিত সভাপতি বপডফ
মোজাম্মেল হোসেন মায়া
সাস্থ সম্পাদক BPDF
সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক সমিতি কাঃচর থানা
মোঃ তাইবুর রহমান
দপ্তর সম্পাদক BPDF
কালাম স্যার
প্রধান শিক্ষক
আশার আলো কোচিং সেন্টার
ও BPDF এর সম্মানিত সকল সদস্য বৃন্দ।
ক্যাম্পে শিশু, নারী, পুরুষসহ বিভিন্ন বয়সের প্রায় কয়েক শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা বিনামূল্যে ওষুধ প্রদান করেন।অসহায় দুস্থদের মাঝে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডায়াবেটিস, রক্তচাপ, চর্ম যৌন গাইনি মা ও শিশু বিভিন্ন চিকিৎসা বিষয়ে পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা।
এ ছাড়াও রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ‘ভবিষ্যতে কামরাঙ্গীরচর বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে এমন স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করা হবে জানান, মোঃ কামরুল ইসলাম রাকিব প্রস্তাবিত সভাপতি বপডফ ও মোজাম্মেল হোসেন মায়া স্বাস্থ্য সম্পাদক BPDF সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক সমিতি কামরাঙ্গীরচর ঢাকা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss