মাদারগঞ্জ প্রতিনিধি:-
জামালপুরের মাদারগঞ্জে খাদ্যবান্ধবের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ দেশ এন্টারপ্রাইজ এর ডিলারের বিরুদ্ধে। হত দরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কালে পরিমাণ কম দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৪ নভেম্বর ২৫) দুপুর দুইটার সময় সরেজমিনে গিয়ে দেখা যায় ৪৫০ টাকায় কার্ড প্রতি ৩০ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। পরিমাপ করে দেখা যায় ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি ২শ গ্ৰাম ও ২৮ কেজি ৪শ গ্ৰাম পাওয়া যায়। ভয়ে ওই ডিলারের কাছে কোন অভিযোগ নিয়ে যায় না গ্রাহকেরা, অভিযোগ নিয়ে গেলে তাদের সাথে খারাপ ব্যবহার করে বলে, ফলে অ্যাক্সেস থেকে যায় অনেক চাউল । আর এভাবেই অনিয়ম করে যাচ্ছে মেসার্স দেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম কাদির ও উরফে রবিউল মাষ্টার। কোয়ালিকান্দী ও তেঘরিয়া গ্রামের খাদ্য বান্ধব কর্মসূচির গ্রাহক ৪৭৩ জন । প্রতি গ্রাহক দুই কেজি ওজনে কম দিলে মোট ৯শ ৪৬ কেজি অ্যাক্সেস থাকে ওই ডিলারের গোডাউনে।
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নস্থ তেঘরিয়া বাজারে মেসার্স দেশ এন্টারপ্রাইজ নামে ডিলারের বিরুদ্ধে গ্রাহকরা অভিযোগ করে বলেন, চাল নিতে আসলে ডিলার পয়েন্ট বন্ধ পায় । তার ব্যবসা প্রতিষ্ঠান কীটনাশকের দোকানে গেলে বলেন যে আগামী মাসে এসে দুই মাসের চাল নিয়ে যাবেন । কিন্তু কথার সাথে কাজের কোন মিল না পেয়ে গ্রাহকরা মনে ক্ষোভ নিয়ে দুই মাসের টা না পেয়ে’ এক মাসের চাউল নিয়ে চলে যান ।
মেসার্স দেশ এন্টারপ্রাইজ এর প্রোঃ মোহাম্মদ গোলাম কাদির উরফে রবিউল মাস্টারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি ।
নিয়োগকৃত তদারকি কর্মকর্তা আফরোজা বেগম এর সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
দায়িত্বরত উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বলেন আমরা বেলা ১১ টার সময় গিয়ে ছিলাম। পরিদর্শনকালে ২/১ জন সুবিধাভোগীর কাছ থেকে জানতে পারলাম চাল বিতরণকালে কম দেয় । জানতে পারি বিগত মাস গুলোতেও কিছু ভোক্তাদের চাল দেননি অভিযোগের প্রেক্ষিতে ডিলার কে অবগত করলে তিনি (ডিলার) অস্বীকার করেন। কেউ লিখিত অভিযোগ করেনি বিধায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি তবে কেউ প্রমাণ স্বরুপ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss