
নিজেস্ব প্রতিবেদক:-
আজ ২৯ অক্টোবর রোজ সন্ধ্যা ৬:০১ মিনিট ঢাকা কামরাঙ্গীরচর হুজুরপারা কামরাঙ্গীরচর মডেল কিন্ডার গার্টেন স্কুলে C-K Dhaka Bangladesh 777 নং গ্রুপের পক্ষ থেকে C-K কোম্পানির ১২৭ বছর পূর্তি অনুষ্ঠানটি উদযাপিত হয় দোয়া মাহফিল এবং কেক কাটার মধ্য দিয়ে। উক্ত অনুষ্ঠানের দোয়া পাঠ করেন হাফেজ মোহাম্মদ মাকসুদুল সাহেব, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭৭৭ নং গ্রুপের টিম লিডার স্থানীয় সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সার্বিক সহযোগিতা করেছেন স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক মির্জা ও c-k পরিবারের সকল সদস্য বৃন্দ।
৭৭৭ নং টিম লিডার জনাব মোঃ জাহাঙ্গীর আলম সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্যে বলেন, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে অন্য কাহারো কোন কথার গুজবে কান না দিয়ে একত্রিত হয়ে নিরলস ভাবে কাজ করে গেলে ইনশাআল্লাহ সিকে কোম্পানির উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত বলে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন এবং সকলের নিকট দোয়া কামনা করেন।