
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় নিজের পরীক্ষার এডমিট কার্ড হারানোর ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্থানীয় যুবক মো. জামিউল ইসলাম (১৮)।
শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে জিডিটি রেকর্ড করা হয় (জিডি নম্বর ৯৮২)।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে তিনি পরীক্ষার এডমিট কার্ডটি হারিয়ে ফেলেন। বহু খোঁজাখুঁজি করেও কার্ডটির সন্ধান পাওয়া যায়নি।
পরীক্ষা সামনে থাকায় তিনি নথিটি ফিরে পাওয়ার আশায় এবং ভবিষ্যতে কোনো অপব্যবহার রোধে থানায় সাধারণ ডায়েরি করেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এডমিট কার্ড হারানোর ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনে পরবর্তী আইনি সহায়তা দেওয়া হবে।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নতুন এডমিট কার্ডের ব্যবস্থা করতে পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড বা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পুলিশ
সুন্দরগঞ্জ প্রতিনিধি বিপ্লব