বিশেষ প্রতিনিধি:-
রাজধানীর কামরাঙ্গীরচর হুজুর পাড়া " কামরাঙ্গীরচর মডেল স্কুল এন্ড কিন্ডারগার্ডেন" স্কুলে গতকাল শুক্রবার ১২ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ মিনিট মহা আলোচিত একটি নির্ভরযোগ্য কর্মসংস্থান সি - কে এডভাইজিং লিমিটেড কোম্পানির পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করেছেন , উক্ত সভায় সভাপতিত্ব করেন সি - কে ঢাকা বাংলাদেশ ৭৭৭ নং টিমের গ্রুপ লিডার মো: জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রাজ্জাক মির্জা, অ্যাডভোকেট আবুল হোসেন, ক্যাপ্টেন আফরিন জাহান, রাফিন, আবির ইসলাম সহ অন্যান্য লিডার, কর্মচারীগণ ও স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ।

উক্ত কোম্পানির গ্রুপ লিডার মোঃ জাহাঙ্গীর আলম তিনি তার বক্তব্যে বলেন সি - কে কোম্পানিটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম খুলনার স্থানীয় বিশেষ সমাজ সেবক ও একজন সফল ব্যবসায়ী জনাব ফাইজুর রহমান রুমেত সাহেবের হাত ধরে যাত্রা শুরু করেন এই কোম্পানিটি এরপর থেকেই ধীরে ধীরে কোম্পানিটির সদস্য সরকার শত শত থেকে হাজারে পরিণত হয়, এখানেই শেষ নয় এই কোম্পানিটির হয়ে কাজ করে খুলনার লিডার জনাব ফাইজুর রহমান রুমেত শতশত অসহায় গরিব দুঃখী মানুষ এবং অসহায় শিশু বাচ্চাদের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছেন। ৭৭৭ নং গ্রুপের টিম লিডার মো: জাহাঙ্গীর আলম আরও বলেন এই কোম্পানিতে কাজ করলে যেমন নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় ঠিক তেমনি আশেপাশে থাকা অসহায় গরীব দুঃখী মানুষের সেবাও করার যথেষ্ট সুজোগ আছে এখানে। তাই তিনি আহ্বান জানান উপস্থিত গ্রুপের সকল সদস্যদের মাধ্যমে যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে এই সি-কে কোম্পানিটিকে এগিয়ে নিতে হবে । সেই সাথে জনাব জাহাঙ্গীর আলম উক্ত কোম্পানির সকল ম্যানেজমেন্ট ও কোম্পানির অনার কে ধন্যবাদ জানান বাংলাদেশে এমন একটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য।
এদিকে লিডার ও সাংবাদিক আব্দুর রাজ্জাক মির্জা তিনি বলেন এই কোম্পানিটি যদি বাংলাদেশে দীর্ঘদিন সততার সাথে কাজ করে তাহলে আশা করি বাংলাদেশ থেকে বেকারত্ব কিছুটা হলেও কমবে । সেই সাথে আমরাও আমাদের পাশে থাকা অসহায় গরিব মানুষের সেবা করার সুযোগ পাবো।
উক্ত সভায় উপস্থিত সকল সদস্যগণ সকল আলোচনার সাথে একমত পোষণ করেন এবং আগামী ১ অক্টোবর ঢাকার কামরাঙ্গীরচরে একটি সার্ভিস পয়েন্ট খোলার আসা ব্যক্ত করে অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss