সংবাদ যুদ্ধে রক্ত ঝরছে সাংবাদিকদের – dainikprothombarta    
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত রাজশাহী-৫ পুঠিয়া দুর্গাপুর বিএনপির প্রার্থী নির্বাচনী প্রচারণা বিভিন্ন ইউনিয়নে  নওগাঁর মান্দায় দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ঘাটাইলে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত পুলিশের বিরুদ্ধে আদালতের সমন গায়েব করে গ্রেপ্তারের অভিযোগ মানবতার ফেরিওয়ালা হিসাবে পরিচিত মাগুরা মহম্মদপুর পলাশবাড়ী ইউনিয়ন এর ঔতিহ্য ও কৃতি সন্তান, এ আর সাইফুল ইসলাম । সংস্কারের নামে বছরের পর বছর খোঁড়া রাস্তা ধুনটে ঠিকাদার লাপাত্তা, মানববন্ধনে ক্ষুব্ধ এলাকাবাসী

সংবাদ যুদ্ধে রক্ত ঝরছে সাংবাদিকদের

মোঃ বাবুল হোসেন জাফর
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৬ Time View

ক্রাইম রিপোর্টার:-

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত এক বছরে দেশে সাংবাদিকদের ওপর সহিংসতা, হয়রানি ও হত্যার ও মিথ্যা মামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ২০২৫ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ে সারা দেশে অন্তত
৬ জন সাংবাদিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে গণমাধ্যম ও অধিকার সংগঠনগুলোর তথ্যে জানা যায়,

এই সময়ে অন্তত ৫ জন সাংবাদিক নিহত হয়েছেন:

– *হাসান মেহেদী* – ১৮ জুলাই, ২০২৪: ঢাকার যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি Dhaka Times-এর সাংবাদিক ছিলেন।

– *মো. শাকিল হোসেন* – ১৮ জুলাই, ২০২৪: গাজীপুরে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি দৈনিক ভোরের আওয়াজ-এর সংবাদদাতা ছিলেন।

– *আবু তাহের মো. তুরাব* – ১৯ জুলাই, ২০২৪: সিলেটে একটি মিছিলে সংবাদ সংগ্রহের সময় গুলিবিদ্ধ হয়ে পরদিন হাসপাতালে মারা যান। তিনি দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ-এর সাংবাদিক ছিলেন।

– *তাহির জামান প্রিয়* – ২ আগস্ট, ২০২৪: ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ছবি তোলার সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিক ছিলেন।

– *খন্দকার শাহ আলম* – ২৫ জুন, ২০২৫: ঢাকার নবীনগরে টার্গেটেড হামলায় নিহত হন। তিনি দৈনিক মাতৃজগত-এর সংবাদদাতা ছিলেন।

সর্বশেষ , গাজীপুরে সাংবাদিক হত্যা:
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার  *মো. আসাদুজ্জামান তুহিন* নামের সাংবাদিক হত্যা।
জানা গেছে, গাজীপুরে  স্থায়ীন সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ উন্মোচনের কারনে ৭ই আগস্ট ২০২৫ইং সন্ধ্যার পর চান্দনা চৌরাস্তা এলকায় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে জনসম্মুখে  জাহেলিয়াতের কায়দায় এলোপাথাড়িভাবে কুপিয়ে ও গলা কেটে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। । তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর লাঠিচার্জ, গুলিবর্ষণ,  হামলা ও মিথ্যা মামলা, গ্রেফতার,  ও হুমকির ঘটনাও ঘটেছে। তদন্তমূলক  ও অনুসন্ধানী রিপোর্ট করার সময় সাংবাদিকদের হামলার শিকার হতে হয়েছে রাজনৈতিক, প্রশাসনিক ও অপরাধীচক্রের হাতে।

সম্প্রতি  আন্তর্জাতিক সংস্থাগুলো   এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন,সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকির উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে যে আহ্বান জানিয়েছেন,

– *Committee to Protect Journalists (CPJ):-সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

– *Reporters Without Borders (RSF)*: গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

– *International Federation of Journalists (IFJ)*: সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। এ ছাড়া ও

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশেষজ্ঞরা বলেন ,চলমান এই পরিস্থিতিতে সংবাদকর্মীদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর নীতিমালা,ও দ্রুত তদন্ত  করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এসব ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের
কার্যকর পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি।

 

দৈনিক প্রথম বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102