
নিজেস্ব প্রতিবেদক:-
ঢাকার উত্তরা দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান স্কুলের একাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হয়, এতে বহু শিক্ষার্থী আহত ও নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই স্কুলের ভবনে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। সেই সঙ্গে আহতদের চিৎকার ও আতঙ্কিত শিক্ষার্থীদের ছুটোছুটি দেখা গেছে।
বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের ওপর পড়ে। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির, যিনি এ দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও এখনো তা নিশ্চিত করা হয়নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের যৌথ টিম উদ্ধার কাজ শুরু করে। আহতদের দ্রুত উত্তরা ও নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। রক্তের চাহিদা বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোর আশপাশে রক্তদাতাদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে—
“বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। তদন্ত চলমান।”
ঘটনার পর হাজারো মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়, ফলে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আপনার এলাকায় রক্তদাতা থাকলে, অনুগ্রহ করে তাঁকে উত্তরা মডার্ন মেডিকেল, টঙ্গী ২০০ শয্যা হাসপাতাল বা উত্তরার বেসরকারি ক্লিনিকগুলোতে পাঠান।