স্টাফ করেসপন্ডেন্ট:-
অদ্য ২০ জুলাই ২০২৫ রাত ১৫:১৫ ঘটিকায় মিরপুর ডিওএইচএস এলাকার বাসা নং- ৮০৭ রোড নং- ১১ এভিনিউ নং- ০৭ (প্লট মালিকঃ মেজর (অবঃ) সাবের আলী) এর পঞ্চম তলায় ভাড়াটিয়া বোরহান এর বাসায় বিএ- ৬২৮৭ লেঃ ইফতেখার (অবঃ)- যিনি ২০০৭ সালে ৪৪তম লং কোর্স থেকে মেডিক্যাল বোর্ড আউট হন, কর্পোরাল মুকুল (অবঃ) সহ মোট ৫ জন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রবেশ করেন।
তারা উল্লেখিত বাসায় অভিযুক্ত ব্যক্তিকে না পেয়ে ঘরের বিভিন্ন মূল্যবান মালামাল ব্যাগে ভরে নেওয়ার সময় তাদেরকে তথ্য প্রদানকারী সোর্স হারুনুর রশিদ (বাসিন্দাঃ মিরপুর- ১০) ঘটনাটিকে সন্দেহজনক মনে করে। সে নিজে একটি মোটর সাইকেলযোগে লেঃ ইফতেখারের প্রাইভেট কারটির পিছু নেন এবং চিৎকার করে "ডাকাত যাচ্ছে" বলে জনসাধারণকে অবহিত করেন। এরপর প্রাইভেট কারটি এনডিসি চেকপোস্টে পৌঁছানোর আগে অপর একটি প্রাইভেট কার সামনে থাকার কারণে তারা সেখানেই বাধাপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিবর্গের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় কর্পোরাল মুকুল (অবঃ) জানায়, গতকাল মিরপুর- ১০ নম্বরে এক চায়ের দোকানে হারুনুর রশিদের সাথে তার পরিচয় হয়। হারুনুর রশিদ জানান, একজন ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র আছে। তারই সূত্র ধরে আজ উক্ত বাসায় অভিযান পরিচালনা করা হয়।
লেঃ ইফতেখার (অবঃ), ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির (পিএনজি, অব:) কর্তৃক পরিচালিত *জাস্টিস ফর কমরেডস* এর একজন সক্রিয় সদস্য এবং ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের অত্যন্ত ঘনিষ্ঠ । কর্পোরাল মুকুল (অব:) বিপদগামী সেনাসদস্যদের গ্রুপ *সহযোদ্ধার* সদস্য। জিজ্ঞাসাবাদে লে: ফিরোজ ইফতেখার (অব:) থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে।
আটককৃত মালামালঃ
১। মোবাইল ফোন- ৫টি
২। ডায়মন্ড জুয়েলারি
৩। স্বর্ণালংকার
৪। ল্যাপটপ
৫। ঘড়ি- ৩টি
৬। প্রসাধনী সামগ্রী
৭। ইয়াবা ট্যাবলেট (কয়েক পিস)
৮। হেডফোন সেট
৯। পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্টস।
পরবর্তীতে পল্লবী থানায় আটককৃত দেরকে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss