চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চিলমারীর আছমা ছোট থেকেই ছিল মেধাবী। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে আটকে যায় তার ভর্তি। অবশেষে চিলমারী উপজেলা নির্বাহী
অফিসার(ইউএনও’র) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে নতুন স্বপ্ন বুনছে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সবুজ পাড়া এলাকার মেধাবী আছমা খাতুন। তিনি আগামীতে দেশ ও জনকল্যাণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, স্বপ্ন পুরন করতে চান বাবা, মা ও এলাকাবাসীর।
আছমা খাতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে ভর্তি হতে না পারায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। বিষয়টি জানতে পেরে নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক আছমাকে ডেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভর্তির জন্য নগত ২০ হাজার টাকা তুলে দেন। উপস্থিত আছমার মা ছামছুন্নাহার বেগম ইউএনও’র সহযোগিতা পাওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং ইউএনও কে ধন্যবাদ জানান। ইউএনও’র সহযোগিতা পেয়ে আছমা নিজেও অনেক খুশি। শিক্ষার্থী আছমার মা বলেন, মেয়ে আমার অনেক কষ্টে পড়াশুনা করেছে যখন বড় বিশ^বিদ্যালয়ে ভর্তি হইবে শুনলাম আর ২০ হাজার টাকা লাগতে তখন গলা শুকিয়ে গিয়েছিল কোন উপায়ও ছিল না, পরে ইউএনও স্যার জানতে পেরে পুরো টাকাই দিয়ে আমার মেয়ে ও আমাদের স্বপ্ন পুরনের জন্য সুযোগ করে দিল। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, শুধু আছমা নয় এরকম যারা সম্ভাবনাময় রয়েছে অর্থের অভাবে এগিয়ে যেতে পাচ্ছেনা তাদের সহযোগীতা করা হবে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে শিক্ষার্থী আছমা খাতুনের হাতে ২০ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি সরকার।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss