ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
রবিবার (৬জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া মসজিদের দোতলা থেকে শিশুটির লা*শ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
নিহত শিশুর নাম ময়না আক্তার। সে শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার প্রবাসী মোঃ রাজ্জাক মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন জানান, ময়না গতকাল শনিবার নিখোঁজ হয়। আজ সকালে ফজর নামাজের পর শিশুরা মসজিদে মক্তব পড়তে গিয়ে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায়।
এদিকে এলাকাবাসী সূত্রে জানা যায় ,শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তবে বিষয়টি পরিস্কার নয়। লাশ উদ্ধারের পর সরাইল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন আসে ।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান,আমরা বিষয়টি গুরুত্বের সহকারে তদন্ত করছি। সরাইল থানাপুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম যৌথ তদন্ত করছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য এই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন-কে থানায় নিয়ে যাচ্ছি।
তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss