খুলনা প্রতিনিধি:-
খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের ঘুগরাকাটি বাজার থেকে লালুয়া বাগালী মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত একমাত্র রাস্তাটির বর্তমান অবস্থা চরম বেহাল।
যেটি এক সময় ছিলো গ্রামের প্রাণ।
সেটাই এখন পরিণত হয়েছে জীবনের ঝুঁকিতে চলাচলের একমাত্র বিকল্পে।
দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় কাঁচা ও খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে চলাচল এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি ব্যবহার করে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অসুস্থ রোগী, কৃষক ও সাধারণ মানুষ চলাচল করে।
বর্ষার সময় এই রাস্তা কর্দমাক্ত হয়ে যায়, তখন রোগী নিয়ে হাসপাতালে যাওয়াও একপ্রকার যুদ্ধের মতো হয়ে দাঁড়ায়। এলাকার ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন, কারণ পণ্য পরিবহনে দেরি ও ভোগান্তি বাড়ছে।
গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ করেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তাটি সংস্কার করা এলাকাবাসীর প্রাণের দাবি।
এ বিষয়ে স্থানীয় একজন প্রবীণ মুরুব্বি বলেন, "আমরা তো ভোট দিই, কিন্তু রাস্তা পাই না। আমাদের এই দুর্ভোগ কে দেখবে।
স্থানীয় ছাত্রদল নেতা মিলন হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি এই রাস্তাটি খুব খারাপ অবস্থায়, বিগত দিনে আওয়ামী লীগ সরকার ১৫ বছর ক্ষমতা থাকা অবস্থায় যখন কোন ভোট আসতো উপজেলা হোক বা ইউনিয়ন পর্যায় যাই হোক। তখনকার আওয়ামী লীগ প্রতিনিধিরা বলতেন আমাকে ভোট দিয়ে যদি জয়লাভ করতে পারেন, তাহলে আমি রাস্তা করে দেব। এখানকার জনগন তাদের কথা বিশ্বাস করে ভোট দিয়ে এখানকার পার্শ্ববর্তী কেন্দ্রগুলোকে পর্যাপ্ত ভোট পেতো। ভোটের পরে কোন প্রতিনিধিরা এখানকার এলাকার উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ডে খোঁজ নেয়নি ।
এবং এই রাস্তাটি দিয়ে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার লোকজন নিয়মিত চলাফেরা করে এবং এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুব নিকটে এখান থেকে লোকজন চলাফেরা করে। কিন্তু বর্তমান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। একজন অসুস্থ রোগী নিয়ে যাওয়া খুব কষ্টকর এজন্য দ্রুত রাস্তাটি সংস্কার প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা লালুয়া বাগালী এম এম মাধমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসমাইল হোসেন বলেন, বাগালী গ্রামের (ঘুগরাকাটি বাজার থেকে লালুয়া বাগালী মোশারফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত) এক মাত্র রাস্তাটির বেহাল অবস্থা। রাস্তাটিতে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শত শত শিক্ষার্থী লালুয়া বাগালী এম এম মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে কিন্তু এ রাস্তা দিয়ে বর্তমান চলাচল ব্যবস্থা অনুপযোগী হয়ে পড়ছে। এমতাবস্থায় যথাযথ কর্তৃপক্ষের কাছে রাস্তাটির সংস্কারের জন্য একান্ত দৃষ্টি আকর্ষণ করছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss