
চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টায় মাচাবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাজিম মিয়া উপজেলার থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারী এলাকার ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর উপজেলার ছোটকুষ্টারী এলাকার বাসিন্দা নাজিম টেলিকমের মালিক ফারুক মিয়ার ছেলে নাজিম মিয়া (১৭), সাইফুল ইসলামের ছেলে আলিফ(১৫) এবং রঘুনাথের ছেলে সয়ন কুমার (১৬) তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার পথে থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা এলাকায় একটি ইট ভাটার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজিম মিয়ার মৃত্যু হয়। অপর দুই বন্ধু আলিফ ও সয়ন গুরুতর অসুস্থ হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে ভর্তি করা হয়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, নাজিম মিয়াকে মৃত অবস্থায় পেয়েছি, তিনি ঘটনাস্থলেই মারা যান বলে ধারণা করা হচ্ছে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে শুনেছি। পরে বিস্তারিত জানাতে পারবো।