খুলনা ব্যুরো :
শিরোমণি ফাইটার্স ক্লাব কর্তৃক আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আজ জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। খেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
“দেশের তরুণ সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মেধা বিকাশের জন্য সৃজনশীল চর্চা ও শারীরিক সক্রিয়তার প্রয়োজন। এজন্য মোবাইল ও ইন্টারনেট আসক্তি থেকে তরুণদের ফিরিয়ে খেলাধুলায় যুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন,
“খেলাধুলাই পারে গড়ে তুলতে মাদকমুক্ত, মেধাবী ও সুস্থ একটি তরুণ সমাজ।”
উক্ত ফুটবল টুর্নামেন্টে আরও উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান আহবায়ক খান জাহান আলী থানা বিএনপি, শেখ বিল্লাল হোসেন সাবেক আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল খান জাহান আলী থানা, মোহাম্মদ মাসুম বিল্লাহ সাবেক আহ্বায়ক খান জাহান আলী থানা ছাত্রদল, মোহাম্মদ শেখ জনি সাধারণ সম্পাদক এজিএম যুব সংঘ, গাজি মনিরুল, সভাপতি ফাইটার্স ক্লাব, সাইফুল্লাহ তাজিম সভাপতি খান জাহান আলী কলেজ ছাত্রদল, শেখ রাতুল সদস্য খান জাহান আলী থানা ছাত্রদল, ফারহান সাব্বির যুগ্ম আহবায়ক আলী কলেজ ছাত্রদলসহ অসংখ্য নেতৃবৃন্দ।
উক্ত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে সমবেত হন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss