চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নাসোড় মোড়ে গাইড ওয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে খন্দকার বদরুল আলম রানজু ও তার পরিবারের চারজন এবং সাবেক মেম্বার রফিয়াল মেম্বারের পরিবারের চারজন রয়েছেন। তাদের চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার গাইড ওয়ালের সীমানা নির্ধারণ ও খুঁটি বসানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রানজুর বড় ছেলে ও রফিয়াল মেম্বার নিজে এই সংঘর্ষে সরাসরি জড়িত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছিল, যার জেরে আজকের এই ঘটনা ঘটতে পারে।
রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এবং কেউ আইনের আশ্রয়ও নেয়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss