টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসান
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার (২৫জুন) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধনবাড়ী, টাঙ্গাইলের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ । এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান জানান, এইবার মোট ১৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে পাঁচ কেজি রোপা আমন ধানের বীজ, দশ কেজি ডিএপি এবং দশ কেজি এমওপি সার বিতরণ করা হবে ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss