টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসান
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৫ জুন) মাসিক আইনশৃঙ্খলা সভা উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার, আইনশৃঙ্খলা কমিটির সম্মানিত সকল সদস্য, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান এর সঞ্চালনায় মাসিক আইনশৃঙ্খলা সভায় ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, " ধনবাড়ী উপজেলায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধ দমন করতে ধনবাড়ী থানা পুলিশ দিন রাত পরিশ্রম করে যাচ্ছে । কিশোর অপরাধ দমনে পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে । অভিভাবকদের নিজ নিজ ছেলে মেয়েদের খোঁজ রাখতে হবে । ইভটিজিং বন্ধে স্কুল কলেজ এর প্রবেশ মুখে ধনবাড়ী থানা পুলিশ নিয়মিত টহল বৃদ্ধি করা হবে "। সভাপতির বক্তব্যে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, " ধনবাড়ী উপজেলার যে কোনো অপরাধ মূলক ঘটনা সাথে সাথেই ধনবাড়ী উপজেলা প্রশাসনের কাছে অবহিত করবেন ।
শব্দ দূষণ, বায়ু দূষণ, যানযট, ইভটিজিং, মাদক, চুরি ছিনতাই, চাঁদাবাজি, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ক্লিনিক, অবৈধ ভাবে বালু উত্তোলন, মাটিকাটা সহ সকল অপরাধ দমনে ধনবাড়ী উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে । ধনবাড়ীবাসীর সার্বিক সহযোগিতায় ধনবাড়ী উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করবো "।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss