আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষ্মীপুর ):
রায়পুর কলেজ শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব কর্মসূচি “বৃক্ষরোপণ অভিযান ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪) জুন সকাল থেকে রায়পুর সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার অর্থ সম্পাদক রাশেদ হোসাইন। সভাপতিত্ব করেন রায়পুর সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ সবুজ আলম এবং সঞ্চালনায় ছিলেন কলেজ শাখার সেক্রেটারি মেহেরাজ হোসেন নাঈম।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—আম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, আমড়া, নিম গাছ, তেতুল গাছ ইত্যাদি।
বক্তারা বলেন, “প্রকৃতি রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। একজন শিক্ষার্থী যেমন জ্ঞানের আলো ছড়ায়, তেমনি একটি গাছও ভবিষ্যতের জন্য প্রাণ বাঁচানোর উৎস। প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর অঙ্গীকার নিতে হবে।”
উল্লেখ্য, ছাত্রশিবির প্রতিবছর পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযান চালিয়ে আসছে, যা পরিবেশ সুরক্ষায় একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss