
মোঃ বাবুল হোসেন জাফর,স্টাফ রিপোর্টার,ঢাকা
ভোলা জেলার গর্ব, ভোলা বাসির আস্থার শেষস্থল. চরফ্যাশন-মনপুরা বাসীর প্রিয়মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক *মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন* এখন রাজনীতির মাঠে এক সংগ্রামী নাম। দীর্ঘ *১৫ বছর কারা নির্যাতনের ইতিহাস* বয়ে রাজনীতির কঠিন সময়েও অবিচল থাকা এই নেতা দলের দুঃসময়ের কান্ডারী ।
নয়ন শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি আন্দোলন-সংগ্রামের সম্মুখযোদ্ধা। *জুলাই অভ্যুত্থানের একনিষ্ঠ সৈনিক* হিসেবে তিনি জাতীয়তাবাদী শক্তির পতাকাবাহী হয়ে কাজ করেছেন জাতীয়তাবাদী দলের জন্য নিঃস্বার্থভাবে। কর্মীবান্ধব এই নেতা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের মানুষের কাছে এক আস্থার প্রতীক।
ভোলা-৪ আসনের দিনমজুর খেটে-খাওয়া গরিব অসহায় মানুষের প্রাণের দাবি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন আগামীর জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।
তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের হৃদয়ে যিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন, তিনিই হতে পারেন আগামী দিনের জনপ্রতিনিধি।
দলের দুর্দিনে রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন যিনি, দল সুদিনে ফিরলে এমন নেতাকেই নেতৃত্বে দেখার আশা রাখে ভোলা -৪ আসনের সাধারণ জনগণ। এখন শুধু সময়ের অপেক্ষা ভোলাবাসী।