মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
ছাতু খেয়ে মোছাঃ তানহা খাতুন নামে দুই বছরের শিশু বাচ্চার মৃত্যু হয়েছে এঘটায় অসুস্থ হয়ে আরও ২ জন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
মৃত তানহা খাতুন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন বৈলগাছি গ্রামের মোঃ সাদ্দাম হোসেন এর মেয়ে, আহতরা হলেন একই পরিবারের মৃত নুরু সেখ এর মেয়ে নুরজাহান অন্যজন মানিকের মেয়ে মিথিলা।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আজ রবিবার সকালে নুরজাহান ও মিথিলা একই সাথে তাদের ঘরে থাকা ক্রয়কৃত ছাতু খেতে বসে এমতাবস্থায় মৃত তানহা খাতুন এর মা ছালমা খাতুন তাদের সামনে আসলে শিশু বাচ্চা ছাতু দেখে খেতে চায়, তখন ছালমা খাতুন তার মেয়ে তানহাকে একটু মুখে দিয়ে খাওয়াতে বলে আর সেই ছাতু খেয়েই মৃত্যুর কোলে ডলে পরে শিশু বাচ্চা তানহা, হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় মোছাঃ তানহা খাতুন।
অসুস্থ নুরজাহান ও মিথিলাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়, কিন্তু তাদের অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে নিয়ে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে মৃত তানহার নানী মমতা খাতুন জানান, তানহাকে কোলে নিয়ে ওর মা ছালমা খাতুন নুরজাহানের কাছে গেলে তাদের ছাতু খাওয়া দেখে ছাতু খেতে চায় আর সেই ছাতু খেয়েই তানহার মৃত্যু হয়েছে, আর নুরজাহান ও মিথিলা হাসপাতালে। তবে প্রশাসন শিশু বাচ্চা তানতাকে পরিক্ষা করার জন্য কাটাফাটা করতে চাচ্ছে, যেহেতু একই ছাতু খেয়ে আরও দুই জন অসুস্থ তাই ছাতু ও ছাতু খাওয়ার পাত্র সহ দুজনকে পরিক্ষা করলেই বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে, তাই আমরা শিশু বাচ্চা তানহাকে কাটতে দিবোনা।
ঘটনাস্থলে তদন্তে উপস্থিত ছিলেন বেলকুচি থারার সার্কেল এসপি হুমায়ন কবির ও বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন, তাদের নির্দেশে পুলিশ প্রশাসন পরিক্ষার জন্য তানহার লাশ থানায় আনতে চাইলে শিশু বাচ্চার লাশ নিয়ে ঘরের ভিতর লুকিয়ে রাখে তানহার বাবা সাদ্দাম হোসেন , পরে ঘর থেকে শিশু তানহার লাশ আনতে গেলে পরিবারের লোকজন প্রশাসনকে বাধা প্রদান করে, এমনকি জোর করে লাশ আনলে ঘরবাড়ি ও তাদের শরিরে আগুন ধরিয়ে দিবে বলে আতংক সৃষ্টি করে, এমতাবস্থায় যেহেতু তাদের কোন অভিযোগ নেই তাই তাদের সাক্ষর নিয়ে পরিবার ও গ্রামবাসির অনুরোধে তানহার লাশ মাটি দেওয়ার অনুমতি দেয় পুলিশ প্রশাসন।
উল্লেখ যে ঐ বাড়িতে দুই বছর আগেও স্যালাইন খেয়ে শিশু বাচ্চার মৃত্যু হয়েছিল আজ আবার শিশু তানহার মৃত্যু, এতে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss