
মোঃ বাবুল হোসেন জাফর,স্টাফ রিপোর্টার, ঢাকা:
মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ ওয়ারী বিভাগ গড়ে তোলার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগে আজ থেকে শুরু হলো নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫ (২১ জুন-২৭ জুন)। এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ওয়ারী বিভাগের বিভাগের উপ-পুলিশ কমিশনার, জনাব মোহাম্মদ হারুন অর রশিদ।
এসময় তিনি ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা এলাকার বাসায় বাসায় ঘুরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের মধ্যে নাগরিক তথ্য সংগ্রহ ফরম এবং প্রচরণামূলক লিফলেট বিতরণ করেন। নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০২৫ সফল করার লক্ষ্যে তিনি ওয়ারী বিভাগের সকল নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জন্য আহ্বান জানিয়েছেন।