বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর( বেরোবির)
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মাহামুদুল হকের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। এসময় অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ ও উপস্থিত ছিলেন।
উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পুর্ণ মিথ্যা মামলায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে গ্রেফতার করায় বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছেন।
শুক্রবার( ২০ জুন ২০২৫) সকাল ১২ টা সময় থেকে
মানববন্ধন কর্মসূচি শুরু হয় । এ সময় উপস্থিত ছিলেন ,ড.নজরুল ইসলাম( অধ্যাপক,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বেরোবি) তাবিউর রহমান প্রধান ( বিভাগীয় প্রধান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ,বেরোবি), অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা কর্মসুচিতে অংশ নেয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগগের শিক্ষক ড. নজরুল ইসলাম বলেছেন, অতি দ্রুত মাহামুদুল হককে মুক্তি দিতে হবে, কেননা এ মামলা মিথ্যা এবং ভিত্তিহীন।
তাবিউর রহমান প্রধান , বলেছেন যতদ্রুত সম্ভব আমার সহকারী মাহামুদুল হককে নিঃশর্তে মুক্তি দিতে হবে তা না হলে আমরা আরো কঠিন আন্দোলন করবো, বেরোবির সাংবাদিকতা বিভাগ অন্যায়ের কাছে মাথা নত করে না,।
মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন ফেসবুকে লিখেছেন, ‘আমার স্বামী মাহমুদুল হক সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে আমার রংপুরের ধাপ এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা পুলিশ আমার স্বামীকে আটক করে সরাসরি আদালতে নিয়ে যায়।
কোনও এক হত্যা মামলার অভিযোগের প্রেক্ষিতে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আমার স্বামী এরকম কোনও অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি পুরোপুরিভাবে নির্দোষ। এটি একটি পরিকল্পিতভাবে সাজানো মিথ্যা মামলা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss