উপজেলা করেসপন্ডেন্ট,কয়রা:
খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশির ইউনিয়নের ৬নং ওয়ার্ডে রাস্তা নির্মাণে পুরাতন ইট কাদাযুক্ত বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। রাস্তাটিতে পুরাতন ইট ও পাথরখালী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাথরখালীর মোহাম্মদ গাজীর বাড়ি হইতে ইকবর গাজীর বাড়ির অভিমুখে ৭চেন রাস্তার নির্মাণ কাজ চলমান।
খোঁজ নিয়ে জানা গেছে ,কয়রা উপজেলার ২০২৪-২০২৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) প্রকল্পের বরাদ্দপত্রে দেখা গেছে, কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালীর মোহাম্মদ গাজীর বাড়ি হতে ইকবর গাজীর বাড়ির অভিমুখে রাস্তা ইট দ্বারা নির্মাণ’ করার জন্য ৩ (তিন)লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি পুরাতন ইট ও পাথরখালীর খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ করছে। এলাকা বাসির বাধার মুখে রাস্তার কাজ কয়েকদিন বন্ধ রাখার পরে আবার শুরু করেছে ,এলাকার প্রভাবশালীদের সহায়তায়। খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ফসিল জমিসহ বাড়িঘর ,রাস্তাঘাট ভেঙে খালের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা করছে এলাকাবাসি।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজে যে ইট ব্যবহার করা হচ্ছে সেটি পুরাতন । এতে ব্যবহৃত বালুর মধ্যেও রয়েছে বেশিরভাগ মাটি।
স্থানীয়রা পুরাতন ইট দিয়ে রাস্তার কাজ করতে বাধা দিলেও , ইউপি সদস্য সেটি শুনছেন না। বহুদিনের কাঙ্ক্ষিত রাস্তাটির মান ভালো না হলে তা বেশিদিন টিকবে না।
অভিযোগ আছে, রাস্তাটি নির্মাণ কাজের শুরু থেকেই অনিয়ম চলছে। ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট ও কাদাযুক্ত বালু।
পাথরখালী গ্রামের অজিত দত্ত বলেন, রাস্তাটি পুরাতন ইট ও কাদাযুক্ত বালি দিয়ে তৈরি করার কাজ, ১০-১২ দিন আগে শুরু হয়েছে। ইটের বুনন ফাঁকা ফাঁকা। রাস্তায় এক নাম্বার নতুন ইট বসানোর কথা থাকলেও, দেওয়া হচ্ছে খুবই নিম্নমানের পুরাতন ইট। পিওর বালির পরিবর্তে দেওয়া হচ্ছে মাটিযুক্ত বালি। যে পরিমাণ বালি দেওয়ার কথা, তার থেকে অনেক কম দেওয়া হচ্ছে। এভাবে রাস্তা নির্মাণ করা হলে, তা বেশিদিন টিকবে না।
একই গ্রামের নিমাই মন্ডল বলেন আমরা নিষেধ করেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে না।
এ বিষয় জানতে চাইলে ইউপি সদস্য কারিম সাহেব বলেন বেশি লাভের আশায় পুরাতন ইট ব্যবহার করেছি এবং পাথরখালী খাল থেকে বালু উত্তোলন করে রাস্তায় দিয়েছি।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মামুনুর রশীদ সোমবার (১৬ জুন) বিকাল ৪টায় প্রতিবেদককে বলেন, আমি খোঁজ খবর নিয়ে দেখছি যদি কোথাও কোন অনিয়ম হয়ে থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss