পাইকগাছা প্রতিনিধিঃ নুরুল আমিন পলাশ
খুলনার পাইকগাছার রাড়ুলীতে গতাকাল ১৪ই জুন শনিবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটে বাঁকা বাজারের সৌরভ টেলিকমের স্বত্বাধিকারী সাধন দেবনাথ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে প্রতিদিনের মত বাড়িতে ফেরার সময় রাড়ুলী পিসি রায়ের বাসভবনে পূর্বে বালিশ পুকুর নামক জায়গায় পৌঁছাতে একদল ছিনতাইকারী তাকে আক্রমন করে।
এসময় ছিনতাইকারীদের কাছে থাকা ধারালো চাকু, হাতুড়ি, লোহার রড, দিয়ে সাধনকে মারপিট করতে থাকে, এবং সাধনের কাছে থাকা ৪৫০০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ব্যবসায়িক তিনটি মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা সাধন দেবনাথ প্রাণে বাঁচতে চেচামেচি করতে থাকলে আশপাশের লোকজন ছুটে আসতেই ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত লোকজন এসময় একজন ছিনতাইকারীকে আটক করেন। আটককৃত ব্যক্তির বাড়ি রাড়ুলী দাশ পাড়ার বিমল দাশের ছেলে তুহিন দাশ(৩০) ভুক্তভোগী সাধন দেবনাথ জানান বাকি তিন জন পালিয়ে যেতে সক্ষম হয়।
তুহিন দাশ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে রাড়ুলীতে একটি চক্রের সাথে মিশে মাদক সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেলিপ্ত। কয়েক বছর পূর্বে রাড়ুলী ইউ এফ ডি ক্লাব মাঠে রাড়ুলী ইউনিয়ন বিট পুলিশ এর আয়োজিত এক মিটিং এ তৎকালীন ওসি মহোদয়ের কাছে আত্ম সমর্থনপূর্বক ওয়াদা করেছিলেন মাদক সেবন ও বিক্রি হতে বিরত থাকবে। ভুক্তভোগী সাধন দেবনাথ জানান এঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss