
টাংগাইল জেলা প্রতিনিধি, রাকিব হাসান:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মৃত্যুবরণ করছে । মমিনপুর গ্রামের দিনমজুর মোঃ রফিকুল ইসলাম (৩৩) পিতা -মোঃ আব্দুল বারেক এর শিশু পুত্র মোঃ শরিফ (৩বছর৬মাস) এবং রাজমিস্ত্রী মোঃ আমিনুর ইসলাম (২৮) পিতা – মোঃ ওমর আলী এর শিশু পুত্র আরাফাত (০৪) শনিবার (১৪ জুন) সকাল আটটার দিকে বাড়ির পাশে ছোট পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অগোচরে পড়ে যায় ।
বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুরের পানিতে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পরে সকাল ০৯:৪০ ঘটিকায় দুই শিশুকেই মৃত ঘোষণা করেন । এই ঘটনায় মমিনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে । এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন,” আজকের মমিনপুরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শিশুর পিতা দ্বয় থানায় এসে অপমৃত্যুর সংবাদ লিখিত ভাবে অবগত করে গেছেন।
পারিবারিক অসতর্কতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে । এখন বর্ষা মৌসুমে বাড়ির পাশে ডোবা নালা পুকুর বিল নদীতে পানি ভরপুর । শিশুদের এসময় চোখে চোখে রাখতে হবে । অন্যথায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব না “।