মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জোকনালা গ্রামে সরকারী রাস্তার কাজে মোটা অংকের চাঁদা দাবীর অভিযোগ ওসমান গণী ও তার বাহিনীর বিরুদ্ধে। কাবিখা প্রকল্পের আওতায় সিসি রাস্তার নির্মান কাজটি ওই গ্রামের স্থানীয় বাসিন্দা সহিদুল ইসলামের বাড়ি পর্যন্ত চলছিল। সেই কাজটি চলাকালীন সময়ে একই গ্রামের প্রভাবশালী ওসমান গণী ৬৭ মরহুম শুক্কুর মাহমুদ এর ছেলে ও তার উগ্র সন্ত্রাসী বাহিনী এর সদস্যরা হলেন।
মোঃ ওসমান গনি (৬৭) পিতা-মৃত শুকুর মাহমুদ, ২। মোছাঃ মর্জিনা বেগম (৪৮) স্বামী- মোঃ জামাল মন্ডল ৩। মোঃ জিন্নাহ আকন্দ (৫৮) পিতা-মৃত শুকুর মাহমুদ ৪। মোঃ হযরত আলী (৫৯) পিতা-মৃত সেতল মন্ডল ৫। মোছাঃ সাবিনা (৫০) স্বামী-মোঃ জিন্নাহ আকন্দ, ৬। মোঃ আল আমিন (৩০) পিতা-মোঃ জিন্নাহ আকন্দ, ৭। মোঃ হাছেন আলী (২১) পিতা-মোঃ নিজাম উদ্দিন ৮। মোছাঃ শাহানা বেগম (৬০) স্বামী মোঃ ওসমান গনি ৯। মোছাঃ আশানুর (৩৫) স্বামী-মোঃ আঃ হান্নান ১০। মোছাঃ কোহিনুর (৩৫) স্বামী-মোঃ খোকন, ১১। মোঃ খোকন আকন্দ (৩৫), পিতা-মোঃ ওসমান আলী আকন্দ, ১২। মোঃ আবুল কাসেম সরকার (৫৫), পিতা-মৃত ফজর আলী
অজ্ঞাতনামা ১৩/১৪ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ৯ নং ওর্য়াডের ইউপি সদস্য নুর নবী। তিনি বলেন আমি কাবিখা প্রকল্পের আওতায় সিসি রাস্তা যাহা ৩নং বিবাদীর বসত বাড়ী থেকে ক্ষিদ্রজোকনালা মৃত আবু সাইদ এর ছেলে শহীদুল ইসলাম (৪৫) এর বাড়ী পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ চলিতেছে। উক্ত কাজের আমি ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য হিসেবে উক্ত প্রকল্পের সেক্রেটারীর দায়িত্ব পালন করিয়া আসিতেছি। বিবাদীগণ অন্যায় ও অবৈধভাবে আমার নিকট চাঁদা দাবী করে। আমি চাঁদ্য দিতে অস্বীকার করিলে বিবাদীগণ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করিয়া আসিতেছিল। এরই জের ধরিয়া গত ইং ০৯/০৫/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকায় সময় আমার রাস্তা নির্মিত করিতে গেল বিবাদীগণ তাদের হাতে থাকা রামদা, চাইনিজ কুড়াল, দা, লোহার রড, বাঁশের লাঠি, ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়া রাস্তার কাজ নির্মানে বাধা দেয় এবং আমারা উক্ত স্থান হতে চলিয়া আসিলে রাস্তায় বিছানো ৫,০০০ (পাঁচ হাজার) ইট, যাহার মূল্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ও সিমেন্ট ৩০ (ত্রিশ) বস্ত্য যাহার মূল্য ১৮,০০০/-(আটার হাজার) টাকা, লুট করিয়া নিয়ে যায় এবং রাস্তার মাটি কাটিয়া রাস্তার পার্শে মাটি ভর্তি করা বস্তা নিয়া ক্ষতি সাধন করে। যাহা বিবাদী গনের জমির আওতার বাহিরের অংশ।
বিবাদীগণ সরকারী কাজে বাধা প্রদান করায় উক্ত এলাকার জনসাধারণের চলাচলের রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ ওসি জাকারিয়া হোসেন বলেন বিষয় টির আমরা লিখিত অভিযোগ পেয়েছি, খুব দ্রুত আমরা এর সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss