আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২ নং চরবংশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেওয়ান বাড়িতে মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত।
১১ জুন রাত ৮ টা ৩০ মিনিটের সময় দেওয়ান বাড়িতে এই মর্মান্তিক হত্যাকান্ডটি ঘটে । নিহতের নাম হযরত আলী দেওয়ান (৬৫)। ঘটনার পর ঘাতক ছেলে মামুন (৩৫) পলাতক রয়েছে।
হযরত আলী দেওয়ানের বড় ছেলে এবং প্রতিবেশীরা জানায় ছোট ছেলে মামুন (৩৫) পিতার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে বিরোধে জড়িত ছিলেন। বুধবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হযরত আলী দেওয়ানের মৃত্যু হয়। বড় ছেলে বলেন সে নেশা গ্রস্থ হয়ে আমার পিতাকে হত্যা করে, প্রশাসনকে বলেন মামুনকে যেনো মৃত অথবা ফাঁসি কার্যকর করা হয়।
রায়পুরে দায়িত্বরত এসপি সার্কেল এবং থানায় কর্মরত ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল নিশ্চিত করেছি। আসামিকে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে।
পিতা হত্যার এমন ভয়াবহ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss