মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা চৌহালী উপজেলা মহেশপুর কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল। ( ১০ শে জুন )বিকাল ৩ ঘটিকায় বেলকুচি উপজেলা বড়ধুল ইউনিয়ন গাছচাপড়ী নুর ইসলাম মার্কেটে মহেশপুর কল্যাণ ট্রাস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইন্জিনিয়ার আনোয়ার হোসাইন সরকার (প্রকৌশলী কাঞ্চন পৌরসভা নারায়ণগঞ্জ)
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম (মজলিসের সূরা সদস্য, বাংলাদেশ জামায়েত ইসলামী। নায়েবে আমীর সিরাজঞ্জ জেলা, সাবেক চেয়ারম্যান, বেলকুচি উপজেলা পরিষদ)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাঃ মোঃ মাহমুদুল হাসান শুভ(সাবেক প্রধান চিকিৎসক, ঢাকা কেন্দ্রীয় কারাগার)
মাহমুদুল হাসান শান্ত (সমাজসেবক
সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপি)
আবুল কাসেম (সাবেক ছাত্রনেতা
বিএনপি মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন)
নজরুল ইসলাম (সভাপতি, মহেশপুর কল্যাণ ট্রাষ্ট)
সঞ্চলনা করেন- আব্দুল সালাম শিক্ষক আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয়,
এছাড়া সার্বিক সহযোগিতা করেন-নুরনবী,জাহাঙ্গীর, রাসেল, রমজান, নজরুলসহ মহেশপুর কল্যাণ ট্রাস্টের সদস্য বৃন্দ অনুষ্ঠান শেষে মহেশপুর কল্যাণ ট্রাস্টে কেক কাটা হয় । অনুষ্ঠান পরিচালনা করেন- মোঃ নজরুল ইসলাম (মহেশপুর কল্যাণ ট্রাস্ট)।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss