কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার কয়রা বাজারে পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির অভিযোগে সিদ্দিক মোড়ল (৪২) নামের এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুলী বিশ্বাস কয়রা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগে জানা গেছে, কয়রা উপজেলার ১ নম্বর কয়রা গ্রামের বাসিন্দা রহিম মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল ও আব্দুল গফুর দীর্ঘদিন ধরে বাজারে তাদের দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার সকালে আব্দুর রবসহ কয়েকজন ক্রেতা দোকান থেকে মাংস কিনে বাড়ি ফেরার পর প্যাকেট খুলতেই তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তারা দোকানে ফিরে এসে বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
পরবর্তীতে বিষয়টি কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলমকে জানানো হলে তিনি স্থানীয়দের সহায়তায় সিদ্দিক মোড়লকে দোকানেই আটকে রাখেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরে ইউএনও রুলী বিশ্বাস ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সিদ্দিক মোড়লকে দণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, “ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আদালত পরিচালনার সময় জব্দ করা পচা মাংসগুলো স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে নিরাপদভাবে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
এ ঘটনায় স্থানীয়রা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং বাজারে নিয়মিত নজরদারির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss