
মো: আমিনুল ইসলাম (কুমিল্লা জেলা প্রতিনিধি):-
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুনজর গ্রামের পার্শ্ববর্তী গোমতী নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়, তবে প্রাথমিকভাবে পুলিশ তাঁর নাম-পরিচয় জানাতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে, তবে তাঁর পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, “গোমতী নদী থেকে উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”