পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:নুরুল আমিন পলাশ
পাইকগাছা পৌর সদরের আলোচিত গোস ব্যবসায়ী(কসাই) মোমরেজ কে গরু চুরি মামলায় জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ভিলেজ পাইকগাছার উত্তর পাড়ার বাসিন্দা মসজিদের ইমাম শাহাবাজ গাজীর কালো ও পায়রা রংয়ের বকনা গরুটা বাড়ির পার্শ্ববর্তী নদীর চরে প্রতিদিন ঘাস খেতে যায়। সে মোতাবেক সোমবার গরুটি ঘাস খেয়ে বাসায় ফেরেনি। এদিকে অনেক খোজাখুজি করে না পেয়ে লোক মুখে জানতে পারেন তাহার গুরুটি পাইকগাছা পৌর সদরে জবাই করে বিক্রয় করা হয়েছে।
পরবর্তীতে এ খবর জানতে পেরে মঙ্গলবার (১০জুন) বেলা ৩ টার দিকে ইমাম শাহবাজ সহ এলাকাবাসী পৌর সদর থেকে চুরি হওয়া গরুর পা দু'টি উদ্ধার পূর্বক সনাক্ত করেন এটা তাহার গরুর'ই পা(বসন্ত'যুক্ত পা)। এ ঘটনায় উত্তেজিত জনতা পৌর সদরের গোস ব্যবসায়ী কসাই মোমরেজকে আটক করে থানা হেফাজতে সোপর্দ করেন।
এ ঘটনায় শাহবাজ গাজী বাদী হয়ে মোমরেজ এর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৪/৫ এর বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা করেছেন,মামলা নং-৭। শাহবাজ গাজী মামলায় আরো উল্লেখ করেন, কসাই মোমরেজ এর পূর্ব হইতে গরু চুরির বিষয়টি এলাকায় জনশ্রুতি রয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার চলতি দায়িত্বপ্রাপ্ত (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, আটক মোমরেজ কে চুরি মামলায় বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss