মো. সহিদ মিয়া,সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের আলোচিত সাহিত্য সাময়িকী সুরমা'র মোহনা-এর ২১তম সংখ্যা মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে সদরের ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সিরাজুল ইসলাম পলাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. নুরুজ আলী, অধ্যক্ষ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মশিউর রহমান, ইংরেজি প্রভাষক, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ।
সভাপতিত্ব করেন সুরমা'র মোহনা ম্যাগাজিনের সম্পাদক অধ্যাপক ফজলুল হক দোলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈকত আলী, গৌরারং ইউপির চেয়ারম্যান,কবি মো.সহিদ মিয়া,সভাপতি জাগ্রতকন্ঠ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদ,মোঃ মহসিন কবির কবি ও সাংবাদিক, লন্ডন প্রবাসী শাহাজান মিয়া,মোঃ নুরুল হক সভাপতি জামালগঞ্জ সাহিত্য সংসদ, মিছবাহ উদ্দীন রুমি - সাধারণ সম্পাদক জাগ্রতকন্ঠ সমাজ কল্যাণ সাহিত্য পরিষদ,সুনামগঞ্জ, কবি এস ডি সব্রত,হাজী মুক্তার আলী,গীতিকার আব্দুর রশীদ,চয়ন কুমার তালুকদার, মোঃ মোশাহীদ মিলটন,সাবেক সেনা সদস্য, মোঃ নুরুল আমিন চৌধুরী - মজর আলী, নুরুন্নবী, তোফাজ্জল ইসলাম।অন্যান্যর মধ্যে ছিলেন সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ সুশীল সমাজের অনেক জন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss