টাংগাইল জেলা রিপোর্টার, মোঃ রাকিব হাসানের প্রতিবেদনে:
ধনবাড়ী উপজেলা বীরতারা ইউনিয়নের কদমতলী মাঠে ফুলবল ফাইনাল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন বীরতারা কিংস (বীরতারা পূর্ব পাড়া স্টুডেন্ট ক্লাব) বনাম কদমতলী ফুটবল একাদশ। উক্ত খেলাটি দুই এক গোলে সমাপ্ত হয়। বীরতারা ফুটবল কিংস ২ গোল দিয়ে বিজয় অর্জন করেন। এবং কদমতলী ফুটবল একাদশ ১ গোলে হেরে যায়।
উক্ত খেলার সভাপতিত্ব করেন একরামুল হক কুয়েল ছাএনেতা।
খেলাটি উদ্বোধন করেন রাশেদুল ইসলাম সেলিম ছাত্রনেতা ধনবাড়ী উপজেলা।উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।উক্ত খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরন শেষে বিজয়ী দল বীরতারা কিংস কে সম্মানের সহিত ছাদ খোলা গাড়িতে উঠিয়ে বিজয় উল্লাস করেন।
বীরতারা এলাকার সর্বস্তরের জনগন এই বিজয়কে উৎসবে পরিণত করেন। এবং প্রতিজন খেলোয়ারকে গ্রামের পক্ষ থেকে সিনিয়র পারসন মোঃ শামসুল আলম খান বাবু চাকুরিজীবী। মোহাম্মদ মাসুদ রানা চাকরিজীবী,সজীব হাসান সিয়াম চাকুরীজীবী, মোহাম্মদ আল-আমিন হোসেন সীমান্ত চাকরিজীবী, মোঃ স্বপন মিয়া চাকুরীজীবি,মোঃ রুবেল আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী এবং চাকরীজীবী এবং এলাকার জনগণ মিলে খেলোয়ারদের সম্মানিত করেন এবং তাদের জন্য দোয়া আশীর্বাদ করেন তারা যাতে আরো অনেক দূরে এগিয়ে যায় এবং বীরতারা গ্রামের মুখ উজ্জ্বল করে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss