
প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল
গংগাচড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(GSWA) এর উদ্যোগে কৃতী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা ও ঈদ পুনর্মিলনী -২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার ( ৮ ই জুন ২০২৫)বিকাল ৩ টা থেকে গংগাচড়া উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা.মো: আজিজুল ইসলাম(অধ্যক্ষ, অব: রংপুর মেডিকেল কলেজ, প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা, GSWA),প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. মো জহুরুল ইসলাম( সাবেক বিভাগীয় প্রধান , চক্ষু ও বিজ্ঞান( অব:)রংপুর মেডিকেল কলেজ এবং সম্মানিত উপদেষ্টা GSWA),আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদ হাসান মৃধা(উপজেলা নির্বাহী অফিসার , গংগাচড়া , রংপুর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো:মনিরুজ্জামান শামীম (এজি এম সোনালী ব্যাংক পিএলসি এবং সম্মানিত উপদেষ্টা GSWA),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আব্দুর রাজ্জাক (এজি এম পূবালী ব্যাংক পিএলসি এবং সম্মানিত উপদেষ্টা GSWA)অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এস.এম.শাহেদুল আলম সাগর,
(সহকারী অধ্যাপক, ট্যুরিজম এন্ড হসপিটাল ম্যানেজমেন্ট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,মো: মেজবাহ আহমেদ , সভাপতি GSWA)
( GSWA) সংগঠনটি একটি সেচ্ছাসেবী সংগঠন যা ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মুলত গরীব ও মেধাবীদের নিয়ে কাজ করে। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা মেধাবীদের অনুপ্রেরণা ও সাহায্য – সহযোগিতা করে থাকে সংগঠনটি।
প্রধান অতিথির বক্তব্যে
অধ্যাপক ডা.মো: আজিজুল ইসলাম বলেছেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব না,তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার নির্দেশনা প্রদান করেছেন।
প্রধান আলোচক হিসেবে বক্তৃতায়, অধ্যাপক ডা. মো জহুরুল ইসলাম বলেছেন, শিক্ষকদের সম্মান করা ও পিতা- মাতার কথা মেনে চলার মাধ্যমে নিজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির জন্য কাজ করা এবং গংগাচড়ার তিস্তা অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করার জন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন।
বিকাল ৫:৩০ টা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।