চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চিলমারী উপজেলাবাসীকে সালাম ও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বি এন পি নেতা শাহাজালাল খান পাভেল । ঢাকা দক্ষিণ মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য ও সাবেক ছাত্রদলের নেতা চিলমারী উপজেলা বি এন পি। তিনি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, কোরবানির চেয়ে বড় শিক্ষা হল ত্যাগের মূল্য বুঝা। ঈদের এই পবিত্র দিনে হে আল্লাহ আমাদের হ্নদয়কে পরিশুদ্ধ করুন।
তিনি আরো বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন।এই ঈদে মন থেকে কাটা হোক অহংকার আর হিংসা এটাই হউক আমাদের শ্রেষ্ঠ উৎসর্গ।
তিনি আরো বলেন,যে ত্যাগ ভরে থাকে ভালোবাসা, সেই ঈদুল আযহা আমাদের হ্নদয়ে চিরস্থায়ী আলো জ্বালাক। তুখোড় ঢাকা দক্ষিণ মহানগর জাতীয়তাবাদী কৃষক দলের সদস্য সাবেক ছাত্রদলের নেতা শাহাজালাল খান পাভেল আরো বলেন কুরবানির রক্তে মেতে ওঠে নয়, কোরবানি হ্নদয়ের মাঝে নিজের আত্মা থেকে ঘৃনা,হিংসা, অহংকার কেটে ফেলার জন্য।
আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ, একে অপরের প্রতি ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে এসেছে ঈদুল আযহা।সবাইকে ঈদ মোবারক। ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন।।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss