এম. শাহাবুদ্দিন, রাজশাহী:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগরীতে কুরবানীর পশুর হাট গুলোতে সার্বিক নিরাপত্তা নজরদারী এবং ঈদ কেন্দ্রিক মহানগরী ও দায়িত্বপুর্ণ এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয় নিয় প্রেস ব্রীফিং করেছে র্যাব-৫ এর অধিনায়ক।
রবিবার বেলা ১১টায় গরুর হাট সিটি হাটে ব্রীফিং
র্যাবের অধিনায়ক জানান, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় উদযাপন উপলক্ষে র্যাব-৫, রাজশাহী মহানগরী এবং দায়িত্বাধীন এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজশাহী মহানগরীতে স্থাপিত কোরবানি উপলক্ষে সকল হাটেই বিশেষ নজরদারী ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করতে পারে। পশু ক্রয় বিক্রয়কারী কর্তৃক জাল টাকা আদান প্রদান বন্ধে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টাকা সনাক্তকারী মেশিন স্থাপন ও ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে দুর্ভোগে পোহাতে না হয়। পাশাপাশি মহানগরীর বড় হাটগুলোতে বর্তমান গরম আবহাওয়া ও জনসাধারনের কথা মাথায় রেখে র্যাব-৫ কর্তৃক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সঠিকভাবে এবং নিরাপদে নিজ নিজ গন্তব্য পৌছানো এবং ঈদের ছুটি শেষে সুষ্ঠুভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া নিশ্চিত করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-৫ সর্বদা তৎপর আছে এবং থাকবে।সাংবাদিকদের প্রেস ব্রীফিং করেন লেঃ কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ, পিএসসি, পদাতিক, অধিনায়ক র্যাব-৫।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss