মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০শে মে ( রোজ শুক্রবার ) বিকাল ৫ ঘটিকার সময় পৌর শ্রমিক দলের উদ্যোগে, বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিল ও আলোচনা সভায়, সভাপতিত্ব করেন সাবেক পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কালু প্রামানিক।পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ হাশেম ড্রাইভার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপি'র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বেলকুচি উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন ( জিসাস) এর আহ্বায়ক সাংবাদিক মোঃ রেজাউল করিম,আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য মোহাম্মদ ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের নেতা মোহাম্মদ আবুল হাসেম সাজু, পৌর যুবদলের নেতা আইয়ুব প্রামানিক পৌর শ্রমিক দলের সাবেক যুগ্ন সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোতালেব হোসেন, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দক্ষ কারিগর। তার রাষ্ট্র পরিচালনায় খুব অল্প সময়ের মধ্যে দেশকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, তার এই বিচক্ষণতা দক্ষিণ এশিয়ার মধ্যে একটি খ্যাতি অর্জন করেছিল। তাই আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে
একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বলে মত প্রকাশ করেন।
এজন্য শ্রমিক দলের সকল নেতৃবৃন্দর প্রতি উদাত্ত আহবান জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দলকে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আলোচনা শেষে পবিত্র মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন মোঃ মানিক হোসেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss