চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামে জেয়ারা খাতুন রুজি নামের এক বিএনপি নেত্রীর নির্দেশে নিয়মনীতির তোয়াক্কা না করেই চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানো হয়েছে। তবে প্রশাসন বলছে, কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।
বিএনপি নেত্রীর নাম জেয়ারা খাতুন রুজি। তিনি চিলমারী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক। রাজনীতির পাশাপাশি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষকতাও করছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ মে) দুপুরে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুলের প্রধান ফটকে গেট সাজানো হয়েছে। এরপর মাঠের একপাশে পশু বেঁধে রাখার জন্য খুঁটি বসানো হয়েছে।
জানা গেছে, প্রতি বছর নিয়মনীতি তোয়াক্কা না করেই সরকারি কলেজ মাঠে পশুর হাট বসানো হতো। তবে এবার কলেজ মাঠে হাট না বসলেও ইজারাদার হাট বসিয়েছেন চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে।
বিএনপি নেত্রী জেয়ারা খাতুন রুজি বলেন, সাক্ষাতে কথা বলতে হবে সাকিব সাহেব; না বললে বুঝবেন না। অনুমতির বিষয় জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান এ নেত্রী।
চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, আমি হাট বসানোর অনুমতি দেইনি। এ বিষয়ে ইউএনওর কাছে গেলে তিনি হ্যাঁ ও না কিছুই বলেন নাই।
চিলমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক বলেন, পশুর হাট বসানোর জন্য কোনো ধরনের আবেদন পাইনি এবং হাট বসানোর অনুমতিও দেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss