মনজুরুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন খতম ও আলোচনা সভা অনুষ্ঠিত।
৩০ শে মে( রোজ শুক্রবার ) সকাল ৯ ঘটিকার সময় বেলকুচি পৌরসভার ৭ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে বেলকুচি উপজেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী করিতলা স্কয়ার মোরে এই কুরআন খতম,দোয়া মাহফিল, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত কোরআন খতম,দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বেলকুচি উপজেলা শাখআরসাবেক সভাপতি ও মুকুন্দগাতি বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন প্রামানিক।
বেলকুচি পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচির কৃতি সন্তান ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ও বেলকুচি মহিলা ডিগ্রী কলেজের সভাপতি যুবসমাজের আইকন আলহাজ্ব মোহাম্মদ মাহমুদুল হাসান (শুভ), এ সময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি পৌর বিএনপি'র যুগ্ন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, বেলকুচি উপজেলা যব দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ ফারুক হোসেন,বেলকুচি পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেরাজুল ইসলাম, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ঠান্ডু সরকার, বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুকুল মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল আলিম মন্ডল, উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ পল্টন জোয়ারদার, পৌর যুবদলের সাবেক সদস্য মোঃ উজ্জল হোসেন সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টান্ত ছিল বিরল। তার চিন্তা চেতনার মধ্যে ছিল আধুনিকায়ন, তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করেছিলেন। আগামী দিনে আমরা তার আদর্শ লালন করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবো এই প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss