খুলনা প্রতিনিধি:নুরুল আমিন পলাশ
খুলনা জেলার রুপসা থানা বাৎসরিক পরিদর্শন করেন জনাব টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, খুলনা।
আজ ২৯ মে ২০২৫ খ্রি. মান্যবর পুলিশ সুপার মহোদয় রুপসা থানা পরিদর্শনকালে পুলিশ সদস্যদের ব্যারাক, খাবার মেস, অস্ত্রাগার, মালখানা, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক, থানা কম্পাউন্ড পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করেন।
এ সময় থানায় আগত সেবা প্রার্থীদের সেবা দান কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং কোন প্রকার হয়রানি ছাড়াই সেবা প্রদান করতে পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় উপস্থিত অফিসার ও ফোর্সদের মাঝে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরির্দশনকালে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ রুপসা থানা সহ থানার সকল অফিসার ও ফোর্স।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss