মোঃ বাবুল হোসেন জাফর,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন এলাকার কদমতলী থানাধীন রইস নগর এলাকায় ইয়াবা ব্যবসায়ী ওরফে পেট্রোল মামুন/ ইয়াবা মামুন দীর্ঘদিন যাবত ইয়াবা ফেনসিডিল এর ব্যবসা করে এলাকায় সাম্রাজ্য প্রতিষ্ঠা করে আসতেছে।
এলাকার মুরুব্বী ও যুব সমাজ এর প্রতিবাদ করলে ইয়াবা মামুন তার গ্যাং বাহিনী নিয়ে প্রতিবাদকারীদের সুযোগ বুঝে হুমকি ধামকি করে থাকে।
বিভিন্ন সময় প্রতিবাদকারীদের উঠিয়ে নিয়ে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে জখম করার মত প্রতিনিয়ত ঘটনা ঘটাচ্ছে। ঠিক তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ মে ২০২৫) আনুমানিক রাত ০৮ টার সময় রইস নগর এলাকায় মাদক বিক্রি সময় রইস নগর যুব সমাজের সভাপতি জুয়েল হাওলাদার প্রতিবাদ করলে পেট্রোল মামুন ওরফে ইয়াবা মামুন তাৎক্ষণিক তার সাংগোপাঙ্গো নিয়ে জুয়েল হাওলাদার সাথে বাকবিতন্ডায় জরায় । জুয়েলের কাছ থেকে তার সাথে থাকা 2.5 লক্ষ টাকা এবং তাকে এলোপাতাড়ি ভাবে দেশীয় চাপাতি দিয়ে মারাত্মক জখম করেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন জমে গেলে ইয়াবা মামুন ঘটনা স্তল থেকে পালিয়ে যান এলাকার লোকজন জুয়েল হালদার কে ঢাকা মেডিকেল নিয়ে যায় ঢাকা মেডিকেল ইমারজেন্সি বিভাগের ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা করে।
তাহাকে ঢাকা মেডিকেলে ভর্তি রাখেন। জুয়েল হাওলাদার মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। এ বিষয়ে রাজধানীর কদমতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss